ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৬
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত ও চার পুলিশসহ ছয় জন আহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীটির একটি আবাসিক এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
টেলিভিশনে দেখানো ফুটেজে একটি গাড়ির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে বলে দ্য ডন জানিয়েছে।
পাকিস্তান পুলিশের উপ-মহাপরিদর্শক সোহাইল জাফরের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সোয়া ১০টার দিকে নগরীর আই-১০/৪ সেক্টরে পুলিশ ‘সন্দেহজনক একটি গাড়ি’ চিহ্নিত করে, গাড়িটিতে একজন পুরুষ ও একজন নারী ছিলেন।
‘পুলিশ গাড়িটি থামানোর পর ওই জুটি গাড়ি থেকে নেমে আসে। পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির শরীর তল্লাশির সময় সে কোনো এক অজুহাতে গাড়ির ভেতরে ঢোকে আর তারপরই বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়,’ ঘটনাস্থলে গণমাধ্যমকে দেওয়া ব্রিফিংয়ে বলেন জাফর।
তিনি জানান, বিস্ফোরণে পুলিশের ঈগল স্কোয়াডের এক কর্মকর্তা নিহত ও আরও চার সদস্য আহত হন। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ‘ইসলামাবাদকে বড় ধরনের একটি নাশকতা থেকে রক্ষা করেছে’ বলে মন্তব্য করেছেন জাফর। আইনপ্রয়োগকারী সদস্যদের মনোবল ভেঙ্গে দিতে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্যস্থল করে বলে জানিয়েছেন তিনি।
পরে এক টুইটে ইসলামাবাদবাসীদের বিস্ফোরণস্থল এড়িয়ে চলাচল করতে ও সেখান থেকে দূরে থাকতে বলেছে পুলিশ।