ঈদের পর পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরীফ
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা মিয়া জাভেদ লতিফ সোমবার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী এবং দলের সুপ্রিমো নওয়াজ শরীফ ঈদের পর পাকিস্তানে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। আজ মঙ্গলবার জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিলে ২০১৯ সালের নভেম্বরে লন্ডনে যান নওয়াজ শরীফ।
২০১৮ সালে আল-আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় নওয়াজ শরীফকে ৭ বছরের কারাদণ্ডসহ মোট ১১ বছরের কারাদণ্ড দেন পাকিস্তানের এক আদালত। এ ছাড়াও, তাকে ১ দশমিক ৩ বিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।
পরে ২০১৯ সালে লাহোর হাইকোর্ট সাজা স্থগিত করে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেন।
জিও নিউজের সঙ্গে আলাপকালে মিয়া জাভেদ লতিফ বলেন, ‘দেশে মহামারির কোনো প্রকোপ না থাকায় নওয়াজ শরীফ ঈদের পর ফিরে আসবেন।’
তিনি আরও বলেন, ‘দেশে ফেরার পর নওয়াজ শরীফ তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মুখোমুখি হবেন।’
‘নওয়াজ শরীফ আদালত ও আইনের মুখোমুখি হবেন, তবে কেউ যেন প্রিয় হিসেবে গণ্য না হয় এবং কেউ যেন বর্বরতার সম্মুখীন না হয় সে প্রত্যাশা করছি,’ যোগ করেন জাভেদ লতিফ।