উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তাব দিচ্ছে চীন-রাশিয়া
উত্তর কোরিয়ার ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিতে যাচ্ছে চীন ও রাশিয়া। এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাবনা বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে।
সামুদ্রিক মাছ ও পোশাক রপ্তানি এবং পরিশোধিত পেট্রোলিয়াম আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানানো হয় প্রস্তাবনায়। ২০১৯ সালেও উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এমন প্রস্তাব এনেছিল চীন ও রাশিয়া।
পরমাণু কার্যক্রম ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারণে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
নাম না প্রকাশের শর্তে জাতিসংঘের কয়েকজন কূটনীতিক রয়টার্সকে জানান, কিছুটা সংশোধিত এই প্রস্তাবনা সমর্থন পেতে পারে। দুই বছর আগে চীন ও রাশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাবনা এনে দুটি অনানুষ্ঠানিক আলোচনা সভা করেছিল। তবে ভোটের কোনো আহ্বান জানায়নি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে অন্তত নয় সদস্য দেশের সমর্থন প্রয়োজন। তবে এতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও চীনের কোনো দেশ ভেটো দিলে তা পাস হবে না।