উত্তর কোরিয়া পারমাণবিক চুল্লি চালু করেছে, জাতিসংঘের আশঙ্কা
উত্তর কোরিয়া তাদের ইয়ংবেয়ন পারমাণবিক চুল্লি ফের চালু করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।
চুল্লিটিতে পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন করা হতো বলে ধারণা করা হচ্ছে। আইএইএ বার্ষিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
গত শুক্রবার আইএইএ তাদের প্রতিবেদনে জানায়, পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ওই চুল্লিতে ২০১৮ সালের পর এই প্রথম কার্যক্রম চালানোর লক্ষণ পাওয়া গেছে।
পাঁচ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চুল্লির ইয়ংবেয়ন পরমাণু স্থাপণা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু। ২০১৮ সালের ডিসেম্বরের পর ২০২১ সালের জুলাইয়ের শুরুর দিকে এই চুল্লিতে প্রথম কার্যক্রম চলার লক্ষণ পাওয়া গেছে।
বিজ্ঞান ও আন্তর্জাতিক নিরাপত্তা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডেভিড অলব্রাইট বলেছেন, বেশি প্লুটোনিয়াম উত্তর কোরিয়ার ছোট ছোট পরমাণু অস্ত্র তৈরিতে সহায়ক হবে। উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা এবং গুণগত মান বাড়াতে চায়।
উত্তর কোরিয়ার অস্ত্র নিয়ে গোয়েন্দা তথ্য সীমিত হওয়ায় অস্ত্রের সংখ্যা জানা অসম্ভব। অলব্রাইট আনুমানিক হিসাব দিয়ে বলেছেন, দেশটির বছরে চার থেকে ছয়টি বোমা তৈরির ক্ষমতা আছে।
সোমবার যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, আইএইএর প্রতিবেদন সংলাপ এবং কূটনীতির জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরেছে। যুক্তরাষ্ট্র এই প্রতিবেদন নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা এবং কোরিয়া উপদ্বীপকে নিরস্ত্রীকরণ করার চেষ্টা চালাচ্ছে।