উত্তর কোরিয়া ‘বিশ্বের জন্য হুমকি’ : জাতিসংঘ
উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে দেখা দিয়েছে। এমনটাই মনে করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
গতকাল বুধবার পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর এক জরুরি বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এদিন উত্তর কোরিয়া ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র ফ্রান্সের জাতিসংঘ প্রতিনিধি নিকোলাস ডি রিভিয়েরে। খবর এনডিটিভির।
জাতিসংঘ প্রতিনিধি দাবি করেন, উত্তর কোরিয়া যা করছে, সেসব কর্মকাণ্ড তাদের প্রতিবেশী জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার অন্যান্য শান্তিকামী রাষ্ট্র এবং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। নিরাপত্তা পরিষদকে যে প্রতিশ্রুতি দেশটির সরকার দিয়েছিল, সাম্প্রতিক একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তার সুস্পষ্ট লঙ্ঘনের সামিল।
গত প্রায় এক সপ্তাহ যাবত পরীক্ষামূলক ভাবে একের পর এক মিসাইল ছুড়ছে উত্তর কোরিয়া। এ ক্ষেত্রে তারা আন্তর্জাতিক রীতি-নীতি বা সমালোচনারও তোয়াক্কা করছে না।
বিশ্লেষকদের মতে, মাত্র দুই দিনের ব্যবধানে ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল ছোড়ার পর বুধবার ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে পিয়ংইয়ং। এবার রেলওয়ে বা ট্রেনে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে দেশটি।
বুধবারের ঘটনার পরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো এক জরুরি বৈঠকে বসে। মূলত সেখানে প্রায় এক ঘণ্টা বৈঠক করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফ্রান্সের জাতিসংঘ প্রতিনিধি।
ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘আমরা এশিয়ার ওই অঞ্চলের রাষ্ট্রসমূহের উদ্বেগ সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং আমাদের আহ্বান থাকবে উত্তর কোরিয়ার প্রতি আমাদের আহ্বান- পিয়ংইয়ং যেন এ ধরনের উস্কানিমূলক এবং উল্টোপাল্টা কাজ পরিহার করে। এমনকি তারা যেন দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে।’