উত্তর প্রদেশে ছাদ ও দেয়াল ধসে ১২ জন নিহত
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লখনউয়ে প্রবল বৃষ্টির জেরে দেয়াল ধসে ৯ জন মারা গেছেন। এ ছাড়া রাজ্যের উন্নাওয়ে বাড়ির ছাদ ভেঙে পড়ে আরও তিন জন মারা গেছেন। শুক্রবার লখনউয়ের দিলখুশ এলাকায় ভারী বৃষ্টির জেরে দেওয়াল ভেঙে পড়ে। মারা যান ৯ জন। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় শোক প্রকাশ করেছেন। রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া মৃতদের পরিবারকে ৪ লক্ষ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে সরকার। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে গতকাল রাতে উন্নাওয়ে প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পড়ে দুই শিশুসহ তিন জন মারা গেছে। একজন আহত হয়েছেন। উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ঘটনায় সমবেদনা জানানোর পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রবল বৃষ্টির ফলে স্কুল–কলেজও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উত্তর প্রদেশের ঝাঁসি, ওরাই, লখনউ, কানপুর, বাহরাইচ–সহ একাধিক জেলায় গত ২৪ ঘণ্টা ধরে ভারী বৃষ্টি হচ্ছে। বরেলি, পিলভিট, শাহজাহানপুর, হারদৌই, সীতাপুর, কানপুর, প্রয়াগরাজে আগামী দুদিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।