উত্তর প্রদেশে দেয়াল ধসে ৪ শ্রমিকের প্রাণহানি
ভারতের উত্তর প্রদেশের নয়ডায় আবাসিক এলাকার একটি অংশের প্রাচীর ধসে পড়েছে। আজ মঙ্গলবার সকালের এ ঘটনায় অন্তত চার জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়ডার সেক্টর ২১-এর একটি বড় হাউজিং কমপ্লেক্স 'জলবায়ু বিহার'-এ ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ১২ জন শ্রমিককে বুলডোজারের সহায়তায় বের করে আনা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত শুরু করা হয়েছে। দমকল বাহিনী এবং পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।
দেয়াল ধসে শ্রমিক নিহতের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি।
জেলা ম্যাজিস্ট্রেট সুহাস সেখানে উপস্থিত হন। তিনি জানান, উদ্ধার অভিযান চলছে। আহতদের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকাটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, ‘আমাদের বলা হয়েছে- শ্রমিকরা যখন ইট তুলছিল, তখন দেয়াল ধসে পড়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’