উপস্থাপকের পেছনে অস্ত্র হাতে তালেবান যোদ্ধা, ভিডিও ভাইরাল
আফগানিস্তানের এক টেলিভিশন উপস্থাপকের পেছনে অস্ত্র হাতে তালেবান যোদ্ধাদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। পেছনে তালেবান যোদ্ধাদের রেখে মানুষকে ভয় না পাওয়ার আহ্বান জানাতে শোনা যায় ওই উপস্থাপককে। তবে নেটিজেনদের অনেকেই মনে করছেন, উপস্থাপকের চোখেমুখেই ছিল ভয়ের ছাপ।
অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওটি আফগানিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা ইস্যুতে তালেবানের প্রতিশ্রুতির দিকে আঙুল তুলেছে।
গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। যদিও তালেবান কর্তৃপক্ষ বলছে তারা সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেবে।
কয়েকদিন আগে কাবুলে রিপোর্টিংয়ের সময় তালেবানের হাতে মারধরের শিকার হন টোলো নিউজের এক প্রতিবেদক ও তার ক্যামেরাম্যান। কাবুল ছাড়াও জালালাবাদ শহরে সাংবাদিকদের ওপর তালেবানের হামলার খবর সামনে এসেছে।
গত ১৯ আগস্ট জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিকের আত্মীয়কে গুলি করে হত্যা করে তালেবান অস্ত্রধারীরা। এ ছাড়া ওইদিন তারা আরও অন্তত তিনজন ডয়চে ভেলের সাংবাদিকের বাড়িতে অভিযান চালায়।