ঋণ কমাতে সিমেন্ট কোম্পানির শেয়ার বিক্রি করবে আদানি
ভারতীয় ধনকুবের গৌতম আদানির শেয়ারবাজার তালিকাভুক্ত সাতটি কোম্পানি রয়েছে, এর মধ্যে রয়েছে সিমেন্ট কোম্পানি আম্বুজা। ঋণ কমাতে এবার আম্বুজা সিমেন্টের ৪৫ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করবে এই ধনকুবের। বিয়ষটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিনান্সিয়াল টাইমস আজ শুক্রবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদপত্রটি জানায়, বৃহস্পতিবার আম্বুজা সিমেন্টের শেয়ার বিক্রির জন্য আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ করেছে। কোম্পানিটির চার থেকে পাঁচ শতাংশ বিক্রি করবেন তিনি। তবে, বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি আদানি শিল্পগোষ্ঠী।
গত বছর এক হাজার ৫০ কোটি মার্কিন ডলারে হোলসিম লিমিটেড থেকে এসিসি ও আম্বুজা সিমেন্ট কিনে নেন আদানি।
হিন্দুস্তান টাইমস বলছে, শেয়ার বিক্রির আদানির সর্বশেষ পদক্ষেপটি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য করা হচ্ছে। ঋণের পরিমাণ কমিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে উদ্বেগ কমাতে চাইছেন এই বিতর্কিত ধনকুবের।
গত ২৪ জানুয়ারি আদানি শিল্পগোষ্ঠী নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে নিইউয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ। প্রতিবেদনে প্রতিষ্ঠানটি অভিযোগ করে, জালিয়াতির মাধ্যমে গৌতম আদানি তাঁর মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধি করেছেন। এমনকি, কর ফাঁকির অভিযোগও তোলা হয়। তবে, বিষয়টি অস্বীকার করে আসছে আদানির শিল্পগোষ্ঠী।
এদিকে, আজও শেয়ারবাজারে আম্বুজা সিমেন্টের শেয়ারের দাম কমেছে। আজ কোম্পানিটির শেয়ারের দাম কমেছে এক দশমিক সাত শতাংশ। আর এসিসির শেয়ারের দাম কমেছে শূন্য দশমিক সাত শতাংশ।