একদিনে ৭৯০ রুশ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের
একদিন বাদেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূরণ হবে। এর আগেই আজ বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় ৭৯০ রুশ সৈন্য হত্যার দাবি করছে কিয়েভ। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন ভূখণ্ডে ৭৯০ রুশ সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছাল এক লাখ ৪৫ হাজার ৮৫০ জনে।
ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বলছে, কুপিয়ানস্ক, লাইমান, বাখমুত, আভদিভকা এবং শাখতারস্ক এলাকায় প্রায় ৯০ রুশ হামলা প্রতিহত করা হয়েছে।
তবে, হামলা প্রতিহত বা রুশ সৈন্যদের মৃত্যুর বিষয়টি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।