এক বছরে কতটুকু সহায়তা পেল ইউক্রেন
ইউক্রেনে রাশিয়া আগ্রাসন দ্বিতীয় বর্ষে পড়েছে আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি)। এই এক বছরের যুদ্ধে ইউক্রেনকে সরাসরি সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে তারা।
ইউক্রেনকে কে কত সহায়তা করেছে, এর একটি বিস্তর তথ্য দিয়েছে বিবিসি। আজ একটি লেখচিত্রের মাধ্যমে সহায়তার তালিকা দিয়েছে তারা।
লেখচিত্র অনুযায়ী, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত ইউক্রেন সহায়তা পেয়েছে ছয় হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার। এ সহায়তার বেশির ভাগ পেয়েছে অস্ত্র ও গোলাবরুদের মাধ্যমে।
এই সময়ে ইউক্রেনকে সর্বোচ্চ সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের শীর্ষ শক্তিধর দেশটি কিয়েভকে দিয়েছে চার হাজার ৬৬০ কোটি ডলার। এরপরেই রয়েছে যুক্তরাজ্য। তারা দিয়েছে ৫১০ কোটি ডলারের সাহায্য।
৩৩০ কোটি ডলার দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পোল্যান্ড ও জার্মানি দিয়েছে ২৫০ কোটি ডলার করে। আর কানাডা দিয়েছে ১৪০ কোটি ডলারের সহায়তা।
নেদারল্যান্ড ৮০ কোটি, ইতালি ৭০ কোটি, ফ্রান্স ৭০ কোটি ও নরওয়ে দিয়েছে ৬০ কোটি ডলারের সহায়তা।