এক বছরে কী পরিমাণ যুদ্ধযান হারাল রাশিয়া?
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বর্ষপূর্তি আগামীকাল শুক্রবারে। এই এক বছরে দু’দেশেরই সৈন্যসহ যুদ্ধে ব্যবহৃত নানা যান ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। একটি লেখচিত্রে এই যুদ্ধে ব্যবহৃত পাঁচ হাজার ৫৮৫টি রুশ যানবাহনের ক্ষতির তথ্য তুলে ধরেছে বিবিসি।
আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত যুদ্ধে ব্যবহৃত পাঁচ হাজার ৫৮৫টি যানবাহন ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে দুই হাজার ৮৩টিই পদাতিক সাঁজোয়া যান।
এ ছাড়া রাশিয়া তাদের কামান হারিয়েছে এক হাজার ৭৪৫টি। সাঁজোয়া যুদ্ধযান ৭৮৫টি, আর্টিলারি ৫১৫টি, সৈন্য বহনকারী যান ২৯৬টি, ড্রোন ১৯২টি, হেলিকপ্টার ৭৭টি, যুদ্ধবিমান ৭২টি ও যুদ্ধজাহাজ হারিয়েছে ১২টি।