এক বছরে চীনে চার রাষ্ট্রদূতের মৃত্যু, সর্বশেষ মিয়ানমারের
এক বছরেরও কম সময়ের মধ্যে চীনে চতুর্থ রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রোববার মিয়ানমারের রাষ্ট্রদূত উ মিয়ো থান্ট পে চীনে মারা যান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
সর্বশেষ গত শনিবার চীনের মিয়ানমার সীমান্তবর্তী দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি অনুষ্ঠানে দেখা যায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে।
ইউনানের স্থানীয় সংবাদমাধ্যমে উ মিয়ো থান্ট পের মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের কথা বলা হয়। তবে, চীনে মিয়ানমারের দূতাবাস এ নিয়ে কিছু বলেনি।
২০১৯ সালে চীনে রাষ্ট্রদূত নিযুক্ত হন উ মিয়ো থান্ট পে। গত বছর মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করলেও তিনিই চীনে রাষ্ট্রদূত হিসেবে বহাল থাকেন। গত বছরের সেপ্টেম্বরে চীনে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত জ্যান হেকার (৫৪) মারা যান। বেইজিংয়ে নিযুক্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যে তিনি মারা যান।
পরে এ বছরের ফেব্রুয়ারিতে চীনে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সেরিয়ি কামিসে (৬৫) মারা যান। মৃত্যুর কয়েকদিন আগে তিনি চীনে শীতকালীন অলিম্পিকের ভেন্যু পরিদর্শন করেছিলেন।
গত এপ্রিলে চীনের আনহুই প্রদেশে কোয়ারেন্টিনকালে মারা যান ফিলিপাইন্সের রাষ্ট্রদূত জোসে সান্তিয়াগো চিতো রোমানা (৭৪)।