এবার বন্ধ করে দেওয়া হলো সিঙ্গাপুরের সব মসজিদ
করোনাভাইরাস বিস্তারের লাগাম টানতে দেশটির ৭০টি মসজিদের সবই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর সরকার। পরিষ্কার করার জন্য এরই মধ্যে পাঁচটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর।
দেশটির সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার থেকে আগামী পাঁচদিন দেশটির ৭০টি মসজিদের সবই বন্ধ থাকবে। এমনকি শুক্রবার জামায়াতে জুমার নামাজও অনুষ্ঠিত হবে না।
সম্প্রতি মালয়েশিয়ার সেলানগরে ধর্মীয় একটি গণজমায়েতে অংশ নেওয়ার পর সিঙ্গাপুরের দুই নাগরিক করোনায় সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির সরকার।
গত ফেব্রুয়ারির শেষের দিকে সিঙ্গাপুরের অন্তত ৯০ জন নাগরিক ওই ধর্মীয় সমাবেশে অংশ নেন। তাদের মধ্যে অনেকেই স্থানীয় কিছু মসজিদে সমবেত হতেন।
ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর বলছে, ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ঠেকাতে কয়েকদিনের জন্য সাময়িকভাবে দেশের সব মসজিদ বন্ধ থাকবে। পাঁচদিন ধরে বন্ধ থাকা সব মসজিদে পরিষ্কার অভিযান পরিচালনা করা হবে।