এমপি হত্যায় ইসলামপন্থি উগ্রবাদের সংযোগ থাকতে পারে : যুক্তরাজ্যের পুলিশ
ব্রিটিশ পার্লামেন্টের কনজারভেটিভ দলীয় সদস্য (এমপি) স্যার ডেভিড অ্যামেসকে হত্যার ঘটনায় ইসলামপন্থি উগ্রবাদের সংযোগ থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাজ্যের পুলিশ। বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
যুক্তরাজ্যের এসেক্স শহরে নিজের নির্বাচনি এলাকা লে-অন-সিতে একটি গির্জায় গতকাল শুক্রবার ছুরিকাঘাতে নিহত হন ডেভিড অ্যামেস।
এরই মধ্যে এ ঘটনায় সন্দেহভাজন ২৫ বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে আটক করেছে যুক্তরাজ্যের পুলিশ। তাঁকে এসেক্সে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
যুক্তরাজ্যের সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যে আটক ব্রিটিশ নাগরিক সোমালি বংশোদ্ভূত হয়ে থাকতে পারে।
আটক ব্যক্তির সূত্র ধরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দুটি ঠিকানা খোঁজা হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। তাদের ধারণা, হামলাকারী ব্যক্তি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘পার্লামেন্ট সদস্য ডেভিড অ্যামেস যুক্তরাজ্যের রাজনীতিতে সবচেয়ে ভদ্র, নম্র এবং সদাচারী ব্যক্তি ছিলেন।’
ব্রিটেনে গত পাঁচ বছরে ডেভিড অ্যামেসসহ দুজন এমপি হামলায় নিহত হলেন। এর আগে ২০১৬ সালে লেবার পার্টির একজন এমপি জো কক্স হামলায় নিহত হন। উত্তর ইংল্যান্ডে তাঁর নির্বাচনি এলাকায় প্রথমে তাঁকে গুলি ও পরে ছুরিকাঘাত করা হয়।