এ বছরও নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল
গতবারের মতো এ বছরও সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে না। পুরস্কার বিজয়ীরা নিজেদের দেশে থেকেই পদক ও সনদ গ্রহণ করবেন।
আজ বৃহস্পতিবার নোবেল ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
গত বছর ইউরোপসহ বিশ্বের বহু দেশে করোনার সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ফলে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। করোনার সংক্রমণ এ বছরও অব্যাহত রয়েছে।
নোবেল ফাউন্ডেশন আজ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, প্রত্যেকেই চান কোভিড–১৯ মহামারির অবসান হোক, কিন্তু আমরা এখনো সেই অবস্থায় যেতে পারিনি।’ বিজয়ীরা উপস্থিত না হলেও নোবেল কমিটি এ বছর স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আশা প্রকাশ করেছে।
নোবেল ফাউন্ডেশন বলেছে, এ অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে।
তবে নরওয়েভিত্তিক নোবেল কমিটি রাজধানী অসলোতে সশরীরে অনুষ্ঠানের মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার প্রদানের সম্ভাবনা উন্মুক্ত রেখেছে। উল্লেখ, শান্তিতে নোবেল পুরস্কার নরওয়ে থেকে দেওয়া হয়।
আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে প্রতিবছর এই পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। ১৯০১ সাল থেকে এই পুরস্কার ঘোষণা করা হচ্ছে।