ওমিক্রন ভ্যারিয়্যান্ট : সব দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিচ্ছে ইসরায়েল
নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় প্রথম দেশ হিসেবে স্থল, আকাশ ও নৌপথ বন্ধ করতে যাচ্ছে ইসরায়েল। কোনো দেশ থেকেই বিদেশিরা ইসরায়েলে ঢুকতে পারবে না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ওমিক্রনের বিস্তার রোধে কাউন্টার-টেররিজম ফোন-ট্র্যাকিং প্রযুক্তিও ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। দেশটিতে এরই মধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে।
প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য এ ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশনা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। নির্দেশনাটি সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
অন্য দেশ থেকে ইসরায়েলে ঢুকতে হলে ইসরায়েলিদেরও কোয়ারেন্টিন পালন করতে হবে। এমনকি টিকা দেওয়া থাকলেও তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে।
ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী আয়েলেত সাকেদ বলেছেন, ‘আমাদের ধারণা, নতুন এ ভ্যারিয়ান্টটি প্রায় সব দেশেই চলে যাওয়ার পর্যায়ে রয়েছে। তবে, এখন পর্যন্ত টিকা কার্যকর। যদিও আমরা এখনও জানি না সেটা কোন পর্যায়ে কার্যকর।’
৯৪ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েলের ৫৭ শতাংশ মানুষ করোনার পূর্ণডোজ টিকা নিয়েছেন।
এ পর্যন্ত ইসরায়েলে ১৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং এতে আট হাজারের বেশি মানুষের মুত্যু হয়েছে।