ওড়িশায় ‘ইয়াসে’র তাণ্ডব, দুইজনের মৃত্যু
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র প্রভাবে ভারতের ওড়িশায় অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া অন্তত ১৫ লাখ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। খবর আল জাজিরার।
ওড়িশার কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছে। স্থানীয় কর্মকর্তা সরোজ কুমার দত্ত এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের ময়ূরভঞ্জ জেলার জগন্নাথ খুন্তা গ্রামের একটি পুকুর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী।
ওড়িশায় বুধবার সকালে আঘান হানে ইয়াস। ১৪০ কিলোমিটার বেগে বাতাস চলেছে সেখানে।
ভারতের আবহাওয়া বিভাগ ‘ইয়াসকে অতি মারাত্মক ঝড়’ হিসেবে অভিহিত করেছে। টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, ওড়িশার সাগর ভীষণ উত্তাল, প্রবল বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে।
ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মধ্যে ওড়িশার বালেশ্বরের দক্ষিণ ও ধামরার উত্তর দিক দিয়ে অতিক্রম করে যাবে বলে জানা গেছে। তারপর ঘূর্ণিঝড় চলে যাবে ঝাড়খণ্ড রাজ্যের দিকে। আগামীকাল বৃহস্পতিবার সেখানে পৌঁছাবে। তবে তার আগে আজ বুধবার বিকেল থেকেই সেখানে ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে।
এদিকে, ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের অন্যতম সমুদ্র সৈকত দিঘায় ব্যাপক জলোচ্ছ্বাস শুরু হয়েছে। সমুদ্রের ঢেউ পৌঁছে যাচ্ছে নারকেল গাছের মাথার উপরে। পানি ঢুকে গেছে উপকূলবর্তী গ্রামগুলোতে। রাস্তায় পানির তোড়ে ভেসে যাচ্ছে একের পর গাড়ি। ভেঙে যাচ্ছে কংক্রিটের রাস্তাও। উত্তাল সমুদ্র। পানির তোড়ে ভেঙে যাচ্ছে সমুদ্রের ধারের বোল্ডারের পাঁচিল। গার্ডওয়াল টপকে পানি ঢুকছে জনপদে। সমুদ্রের পানিতে প্লাবিত পশ্চিমবঙ্গের দিঘা, তাজপুর, মন্দারমনিসহ বিস্তীর্ণ এলাকা।
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম। ঘূর্ণিঝড় ইয়াসের ব্যাপক প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন সন্নিহিত দক্ষিণ ২৪ পরগনা জেলায়ও। সেখানে গোসাবা, ক্যানিং, কুলতলি, ফ্রেজারগঞ্জ, সাগর, পাথরপ্রতিমাসহ বিভিন্ন এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে গ্রামের পর গ্রামে। পশ্চিমবঙ্গের ৫১টি বাঁধে ফাটল ধরেছে। এ ছাড়া বহু নদীর বাঁধেও দেখা দিয়েছে ফাটল।
পশ্চিমবঙ্গে প্রায় ১৫ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগ মোকাবিলায় নামানো হয়েছে ১৭ কোম্পানি সেনাবাহিনী। পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে নামানো হয়েছে সেনা। নামানো হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনীকেও। ঘূর্ণিঝড় ইয়াসের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে।