ওড়িশা স্বাস্থ্যমন্ত্রীর বুকে পুলিশের গুলি, চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু
ভারতের ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাসকে গুলি করে পালান এক পুলিশ কর্মকর্তা। রোববার (২৯ জানুয়ারি) ঝারসুদোগা জেলার ব্রজরাজনগরের কাছাকাছি গান্ধী চকে এই ঘটনা ঘটে। আহত মন্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওড়িশা পুলিশের সহকারী উপপরিদর্শক গোপাল দাশ মন্ত্রী নব কিশোর দাশের বুকে গুলি করেন। তিনি স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়েন। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে, তিনি কেন স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেছেন, তা এখনও পরিষ্কার না। এ বিষয়ে তদন্ত চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্ত্রী ঘটনাস্থলে গাড়ি থেকে বাইরে পা রাখার পরপরই পুলিশ কর্মকর্তা তাঁকে গুলি করেন।
গুলির ঘটনার পরপরই ব্রজরাজনগরের উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা গুপ্তেশ্বর ভই গণমাধ্যমকে বলেছিলেন, ‘সহকারী উপপরিদর্শক গোপাল দাশ মন্ত্রীকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় মন্ত্রীকে হাসপাতালে নেওয়া হয়।’