কথার বাড়াবাড়ি যুদ্ধবিরতিকে বাধাগ্রস্ত করতে পারে : ম্যাক্রোঁ
ইউক্রেন যুদ্ধ নিয়ে কথার বাড়াবাড়ি যুদ্ধবিরতিকে বাধাগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। একদিন আগেই পোল্যান্ড সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কসাই বলেছেন এবং পুতিন আর ক্ষমতায় থাকতে পারবেন না বলে মন্তব্য করেছেন।
ফরাসি সংবাদমাধ্যমকে ম্যাক্রোঁ বলেন, উদ্দেশ্য হলো ইউক্রেনে যুদ্ধবিরতি এবং দেশটি থেকে রাশিয়ান সেনা প্রত্যাহার করা। যুদ্ধ নিয়ে শব্দের বান বা ওইরকম কার্যক্রমের কারণে যুদ্ধবিরতি সম্ভব হবে না। রোববার এই খবর প্রকাশ করেছে ফ্রান্স২৪ ও বিবিসি।
এদিকে শনিবার পোল্যান্ড সফরে গিয়ে বাইডেনের দেওয়া বক্তব্যের ব্যাপারে রোববার হোয়াইট হাউস বলেছে, পোল্যান্ড সফরের সময় বাইডেন রাশিয়ার ক্ষমতায় বদল আনার কথা বলেননি। উল্লেখ্য, বাইডেন পোল্যান্ডে লিখিত কোনো বক্তব্য দেননি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেন সংকটের পুরো সময়টাজুড়ে ফরাসি প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন।
রোববার ম্যাক্রোঁ জানিয়েছেন, ব্যাপক বোমাবর্ষণে বিধ্বস্ত ইউক্রেনের বন্দরনগর মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে আগামী দুদিন তিনি পুতিনের সঙ্গে কথা বলবেন।