করাচিতে কেমিক্যাল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড, ১৬ জনের মৃত্যু
পাকিস্তানের বৃহত্তম শহর করাচির একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার করাচি শহরের পশ্চিম অংশে একটি বহুতল রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। এর মধ্য দিয়ে দেশটিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল।
স্থানীয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানার অধিকাংশ জানালাই বন্ধ ছিল। কিছু শ্রমিক সেখানেই আটকা পড়ে মারা যান।
করাচির পশ্চিমাঞ্চল পুলিশের সহকারী পরিদর্শক সাকিব ইসমাইল মেনম বলেন, আগুনে অন্তত ১৬ জন মারা গেছেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মুবিন আহমেদ বলেন, কারখানাটিতে প্রবেশের একটিমাত্র পথ রয়েছে এবং সেটি দিয়েই সবাই বেরও হন। আগুন লাগার সময় ছাদে ওঠার দরজাও বন্ধ ছিল। ফলে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।