করাচিতে পুলিশের কার্যালয়ে বন্দুক হামলায় নিহত ৫
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে পুলিশের কার্যালয়ে পাকিস্তানি তালেবান যোদ্ধাদের বন্দুক হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।
শুক্রবার রাতে শহরের পুলিশের দপ্তরের বাইরে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই এলাকাটিতে বেশ কয়েকটিতে পুলিশ ভবন ও কর্মকর্তাদের বাসভবন রয়েছে। খবর আলজাজিরা ও রয়টার্সের।
সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান ও অন্যান্য কর্মকর্তারা জানান নিরাপত্তা বাহিনীর তিনজন সদস্য ও দুজন বেসামরিক লোক এই হামলায় নিহত হয়েছেন।
কর্মকর্তারা আরও জানিয়েছেন, আত্মঘাতি বোমা হামলায় বোমা বহনকারী দুজন লোকও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন।
তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান সরকারের একজন উপদেষ্টা মুর্তাজা ওয়াহাব জানিয়েছেন, পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা তিন ঘণ্টার যৌথ অভিযানের পর পুরো এলাকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির প্রধান বাণিজ্যিক শহরে হামলার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সফল অভিযানের মাধ্যমে ঘটনার সমাপ্তি হওয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।