করোনাভাইরাসের গুজব ছড়ানোয় গ্রেপ্তার ৬
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ইন্দোনেশিয়ায় অন্তত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা এপিপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ বলছে, সোমবার ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় একজন রোগী করোনাভাইরাসের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন দাবি করে ভুয়া তথ্য ফেসবুকে পোস্ট করেছেন এক নারী। এই তথ্যের সত্যতা না পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে দেশটিতে আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের একজন ফেসবুকে দেওয়া পোস্টে সৌদি আরবে ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসে সংক্রমিত এক নারী মারা গেছেন বলে দাবি করেন।
ইন্দোনেশিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে নতুন আইন করা হয়েছে। এই আইনে গুজব ছড়ানোর সর্বোচ্চ সাজা ছয় বছরের কারাদণ্ড। দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সিমুয়েল আব্রিজানি প্যানগারাপান বলেন, ইন্দোনেশিয়ায় করোনাভাইরাস নিয়ে যাতে অন্য কেউ গুজব ছড়াতে না পারে এটি তাদের জন্য শিক্ষা।