করোনাভাইরাসে ভারতে প্রথম মৃত্যু
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। ভারতের কর্ণাটকে ৭৬ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। জানা গেছে, গত মঙ্গলবার ওই ব্যক্তির মৃত্যু হলেও গতকাল বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর জানা গেছে। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল।
মৃত ওই ব্যক্তি চিকিৎসার জন্য তেলেঙ্গানা রাজ্যের একটি হাসপাতালে গিয়েছিলেন। ফলে ভারতের তেলেঙ্গানা সরকারকেও করোনা নিয়ে সতর্ক করা হয়েছে। গত মঙ্গলবার ওই ব্যক্তির মৃত্যুর পর চিকিৎসকদের সন্দেহ হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর গতকাল বৃহস্পতিবার ওই ব্যক্তির রিপোর্ট চিকিৎসকদের কাছে এলে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
কর্ণাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্রীরামালু বৃহস্পতিবার টুইট করে করোনাভাইরাসের কারণে ওই ব্যক্তির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কর্ণাটকের কালাবুর্গিতে ৭৬ বছর বয়সী বৃদ্ধ গত বুধবার মারা গেছেন। তাঁর শরীরে নিশ্চিতভাবেই করোনাভাইরাস পাওয়া গেছে। এ মুহূর্তে তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়া ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের আলাদা স্থানে রাখার ব্যবস্থা করার চেষ্টা চলছে।
এদিকে গতকালই ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। যাঁদের মধ্যে ভারতের কেরালা রাজ্যে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।