করোনার টিকা নিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে কোভিড-১৯-এর টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশটিতে আজ রোববার টিকাদান কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। অস্ট্রেলিয়ায় আগামীকাল সোমবার থেকে গণ টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আজ ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার ভ্যাকসিন নিয়েছেন। তাঁর টিকা নেওয়ার প্রক্রিয়াটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয়েছে।
বলা হচ্ছে, টিকাবিরোধী মনোভাব ও ভয়ভীতি দূর করে আস্থা ফেরাতেই অস্ট্রেলিয়ায় সোমবার থেকে শুরু হতে যাওয়া টিকাদান কর্মসূচি শুরুর আগের দিন আজ টিকা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
স্কট মরিসনের পাশাপাশি দেশটির প্রধান নার্স অধ্যাপক অ্যালিসন ম্যাকমিলান করোনার টিকা নিয়েছেন। একই দিনে করোনার টিকা নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান মেডিকেল অফিসার পল কেলিও।
যদিও অস্ট্রেলিয়ার রাজপথের চিত্র বলছে করোনার টিকায় আস্থা নেই অস্ট্রেলিয়ার নাগরিকদের একাংশের।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনিতে জড়ো হয়ে হাজারো অসি টিকাদান কর্মসূচির প্রতি অনাস্থা জানিয়েছেন। করোনাভাইরাস মিডিয়ার তৈরি বলেও অভিযোগ তাঁদের।
এ ছাড়া গান গেয়ে আর নেচে প্রতিবাদ জানিয়েছেন কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিজবেনের অসিরাও। ভ্যাকসিনকে তাঁরা বিষের সঙ্গে তুলনা করেছেন।
ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের রাজধানী মেলবোর্নে টিকাদানবিরোধী সমাবেশ রুখতে মোতায়েন করা হয়েছিল অশ্বারোহী পুলিশ। কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটকও করেছে।
অন্যদিকে, যুক্তরাজ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সব প্রাপ্তবয়স্কদের করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলছেন, তিন মাসে এক কোটি ৭০ লাখ নাগরিককে তাঁরা ভ্যাকসিন দিয়েছেন।
এদিকে, ইসরায়েলে দেওয়া হয়েছিল ফাইজারের করোনার টিকা। তারা বলছে, এই ভ্যাকসিন তাদের মৃত্যুঝুঁকি ৯৮ দশমিক ৯ ভাগ কমিয়ে দিয়েছে। তাই আজ থেকে সেখানে করোনার বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।