করোনার বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) আজ শুক্রবার এক ঘোষণায় বলেছে কোভিড-১৯কে কেন্দ্র করে জারি করা বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থা আর কার্যকর থাকবে না।
করোনাভাইরাসকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারির তিন বছর পর জরুরি অবস্থা তুলে নেওয়ার এই ঘোষণার মাধ্যমে সমগ্র বিশ্ব জুড়ে অতিমারীর সমাপ্তির পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খবর বিবিসির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের জানুয়ারি মাসে প্রতি সপ্তাহে গড়ে ১ লাখ লোকের মৃত্যুর শীর্ষস্থান থেকে এই সংখ্যা এ বছরের ২৪ এপ্রিল ৩ হাজার ৫০০তে নেমে এসেছে। সংস্থাটির প্রধান জানিয়েছেন, অতিমারীতে কমপক্ষে ৭০ লাখ লোক মারা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানোম গেব্রেয়েসুস বলেছেন, সত্যিকার হিসেবে মৃতের সংখ্যা দাপ্তরিক হিসাবের চেয়ে তিনগুন বেশি যা প্রায় দুই কোটির কাছাকাছি। তবে জরুরি অবস্থা তুলে নেওয়া হলেও ভাইরাসটি ‘তাৎপর্যপূর্ণ হুমকি’ হিসেবে বিরাজ করছে বলে হুঁশিয়ার করেছেন তিনি।
গেব্রেয়াসুস বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটি ১৫তম বৈঠকে বসে মতামত দেয় যে জনস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নেওয়া যেতে পারে। তাদের সুপারিশ আমি গ্রহণ করি। তাদের উপদেশ অনুযায়ী খুব আশা নিয়ে আমি কোভিড সম্পর্কিত বৈশ্বিক জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিচ্ছি।’
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই বলে সতর্ক করে দিয়েছেন যে, বিপদ কেটে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। যদি পরিস্থিতির অবনতি হয় তবে আবারও জরুরি অবস্থা জারি হতে পারে।