কলকাতাকে ভারতের অন্যতম রাজধানী করা হোক : মমতা
শুধু দিল্লি কেন ভারতের রাজধানী হবে? কলকাতাকেও ভারতের একটি রাজধানী করা হোক। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে এমন দাবি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ শনিবার কলকাতার রেড রোডের সভা মঞ্চ থেকে কেন্দ্রের কাছে এমন দাবি তুলেন মমতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে চারপ্রান্তে চারটি রাজধানী করা হোক। ভারতের চার জায়গার সেই রাজধানীগুলোতে সংসদের অধিবেশন হওয়া উচিত।
পাশাপাশি এদিন মমতা বলেন, নেতাজীর লড়াই ভারতকে মুক্ত করার জন্য ছিল। আমি এখনও মনে করি নেতাজীর ইতিহাস। ভারতের কেন্দ্রীয় সরকার আজ অবধি নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেনি, যা নিয়ে আমাদের দুঃখ রয়েছে। আমাদের দাবি, নেতাজীর জন্মদিনকে ভারতের জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে হবে।
একইসঙ্গে মমতা দাবি করেন, নেতাজীর বই বাধ্যতামূলক করা হোক ভারতের সমস্ত স্কুল-কলেজে। নেতাজীর লেখা ‘তরুণের স্বপ্ন’ বইকে সিলেবাসে রাখা হোক বলেও দাবি করেন তিনি।
মমতা বলেন, এর আগে আমি ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে দিয়ে কলকাতা বিমানবন্দরের নাম নেতাজীর নামে রেখেছিলাম। নেতাজী আমাদের গর্ব। বাংলা মাথা নিচু করতে পারে না।
মমতা বলেন, নেতাজী সুভাষচন্দ্র বসুকে আবেগ দিয়ে অনুভব করতে হবে। উনার মতো দেশপ্রেমিক কম ছিল। মনে দুঃখ রয়ে গেছে, উনার জন্মদিনটা জানলেও মৃত্যুদিন জানি না। নেতাজী হলেন, আদর্শ, দর্শন, মন-কর্ম। নেতাজীকে নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।