কলকাতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
যথাযথ মর্যাদায় কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন প্রাঙ্গণে উদযাপিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস। আজ রোববার (২৬ মার্চ) সকালে উপহাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর কলকাতায় নিযুক্ত উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে কমিশন প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর মুজিব চিরঞ্জীব ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বাংলাদেশ গ্যালারিতে একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। পরে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে আন্দালিব ইলিয়াস বলেন, ‘২৬ মার্চ ১৯৭১-এর প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই বাংলাদেশের মুক্তিকামী জনগণ পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।’
এ সময় কলকাতায় সোনালী ব্যাংক লিমিটেড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।