কলকাতায় রেলের ভবনে অগ্নিকাণ্ড, নিহত ৯
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রেল ভবনে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যসহ নয়জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা লিফটে ওঠায় লিফট আটকে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে সব সময় লিফট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কেন লিফটে উঠলেন তা নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
সেন্ট্রাল কলকাতার নিউ কালুয়াঘাটের বহুতল রেল ভবনে সোমবার রাতে আগুনের ঘটনা ঘটে। মৃত নয়জনের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ১২ তলার আটকে থাকা লিফট থেকে। মৃতরা দমবন্ধ হয়ে মারা গেছেন। যদিও অগ্নিদগ্ধ হওয়ার ক্ষতও রয়েছে তাদের।
রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মী, এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস বলছে, ভবনের ১৩তলা থেকে আগুনের সূত্রপাত্র হয়েছিল। আর আগুন নিয়ন্ত্রণে আনতে ২৫টি ইউনিট কাজ করেছে।
রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আগুন লাগলে লিফট ব্যবহার করতে নেই। কিন্তু হয়তো ওঁরা খুব দক্ষ ছিলেন। তাড়াহুড়োর জন্য উঠেছিলেন। লিফটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে তাদের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা।’