কাবুলে মসজিদে শক্তিশালী ‘বোমা বিস্ফোরণে নিহত অর্ধশতাধিক’
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সুন্নি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছে বলে জানিয়েছেন মসজিদটির ইমাম। তবে, সরকারিভাবে ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেসমুল্লা হাবিব জানান, শুক্রবার বিকেলের দিকে কাবুলের পশ্চিমাঞ্চলে খালিফা সাহিব মসজিদে বিস্ফোরণ হয়। সরকারিভাবে ১০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।
সুন্নি ওই মসজিদে জুমার নামাজের পর জিকিরের জন্য সমবেত মুসল্লিদের ওপর হামলা হয়। মসজিদের ইমাম সাইয়েদ ফাজিল আগা জানান, কোনো আত্মঘাতী বোমা হামলাকারী জমায়েতে ঢুকে পড়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে তাঁরা মনে করছেন।
রয়টার্সকে ইমাম সাইয়েদ ফাজিল আগা বলেন, ‘কালো ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ে। সবদিকে শুধু লাশ আর লাশ।’ নিহতদের মধ্যে তাঁর একাধিক স্বজন ছিল জানিয়ে সাইয়েদ ফাজিল আগা বলেন, ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার প্রিয়জনদের হারিয়েছি।’
এর আগে গত বৃহস্পতিবার আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের দুটি মিনিবাসে বোমা হামলায় নয় ব্যক্তি নিহত এবং ১৩ জন আহত হয়। এ ছাড়া কয়েকদিন আগে শহরের একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়। উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকার করে।