কাশ্মীরে জি-২০ সম্মেলন ‘আয়োজনের’ বিপক্ষে চীন
আগামী বছর জি-২০ সম্মেলন জম্মু ও কাশ্মীরে আয়োজনের ভারতীয় সম্ভাব্য পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে চীন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। এনডিটিভির প্রতিবেদনে এমনটি জানানো হয়।
জম্মু ও কাশ্মীরে ভারত জি-২০ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে ভারত, এমন খবর প্রকাশের পর পাকিস্তান এর বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। এবার চীন তাদের অবস্থান জানাল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘কাশ্মীর ইস্যুতে চীনের অবস্থান একদম সোজাসাপ্টা ও খুবই পরিষ্কার। ইস্যুটি দীর্ঘ দিনের। জাতিসংঘ সনদ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা এবং দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে সমাধান করতে হবে।’
কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে ঝাও লিজিয়ান বলেন, ‘পরিস্থিতিকে কঠিন করে তোলে এমন কার্যক্রম সব পক্ষের এড়িয়ে চলা উচিত।’
ঝাও লিজিয়ান আরও বলেন, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সমস্যার সমাধান করা উচিত।’
জি-২০ জোটভুক্ত হলো—আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।