কিয়েভে আবাসিক ভবনে রুশ হামলা, নিহত ২
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি আবাসিক ভবনে রুশ গোলা হামলায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। আজ অভিযানের ১৯তম দিন চলছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ বলেছে, স্থানীয় সময় আজ সোমবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ভবনটিতে হামলা হয়। এ ঘটনার পর দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জরুরি সেবা বিভাগ প্রকাশিত ছবিতে দেখা গেছে, ৯ তলাবিশিষ্ট ওই আবাসিক ভবন থেকে ধোঁয়া বের হয়ে আসছে। ভবনের বাসিন্দাদের উদ্ধারে মই ব্যবহার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে আজ সোমবার পঞ্চম দফা আলোচনায় বসছেন দেশ দুটির প্রতিনিধিরা। তবে এর আগে মুখোমুখি বৈঠক হলেও এবার বৈঠক হবে অনলাইনে। স্থানীয় সময় গতকাল রোববার রাশিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে এসব তথ্য জানান।