কোভিড অবসানে জরুরি অর্থায়নে ধনী দেশের প্রতি ডব্লিউএইচও’র আহ্বান
কোভিড-১৯ জয়ের পরিকল্পনার জন্য প্রয়োজনীয় অর্থের ন্যায্য অংশ পরিশোধ করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, এর জন্য জরুরি ভিত্তিতে ১৬ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। বার্তা সংস্থা এএফপির বরাতে ইউরো নিউজ এ খবর জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চলতি বছরে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে যাতে অ্যাকসেস টু কোভিড টুলস অ্যাক্সিলারেটর (এসিটি-এ) কোভিড-১৯ নির্মূল করতে পারে এর জন্য নগদ অর্থায়ন প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন এসিটি-এ’র লক্ষ্য হলো—কোভিড মহামারি মোকাবিলায় সরঞ্জাম তৈরি, উৎপাদন, সংগ্রহ ও বিতরণ করা, যেমন—ভ্যাকসিন, টেস্ট, চিকিৎসা এবং ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম।
এসিটি-এ কোভ্যাক্স সুবিধার সুযোগ তৈরি করেছে, যাতে দরিদ্র দেশগুলোতে পুরোপুরি ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করা যায়।
কোভ্যাক্স জানুয়ারির মাঝামাঝি সময়ে তাদের কোটিতম টিকার ডোজ সরবরাহ করেছে। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসিটি-এ’র কর্মসূচির জন্য ২৩ দশমিক ৪ বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন ছিল। কিন্তু, এখন পর্যন্ত মাত্র ৮০০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে।
অর্থায়নের এ ব্যবধান নিরসনে ডব্লিউএইচও ধনী দেশগুলোর কাছে জরুরি ১৬ বিলিয়ন মার্কিন ডলার সরবরাহের আহ্বান জানিয়েছে। বাকি অর্থ মধ্যম আয়ের দেশগুলোর নিজস্ব অর্থায়ন থেকে পাওয়া যাবে।