কোভিড বুস্টার ডোজ ৯৫ দশমিক ৬ শতাংশ কার্যকর : ফাইজার
ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ প্রতিরোধী টিকার বুস্টার ডোজ করোনার লক্ষণসহ সংক্রমণের বিরুদ্ধে ৯৫ দশমিক ৬ শতাংশ কার্যকর। টিকা প্রস্তুতকারকদের প্রকাশিত পরীক্ষার উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে গতকাল বৃহস্পতিবার ফাইজার ও বায়োএনটেক জানায়—১৬ বছর ও তদূর্ধ্ব বয়সের ১০ হাজার অংশগ্রহণকারীর ওপর চালানো তৃতীয় ধাপের ক্লিনিক্যাল পরীক্ষায় নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে বুস্টার ডোজ ৯৫ দশমিক ৬ শতাংশ কার্যকর হতে দেখা যায়। প্রাণঘাতী ডেলটা স্ট্রেইন ছড়িয়ে পড়ার সময় এ পরীক্ষা চালানো হয়। বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
গবেষণা প্রতিবেদনে বুস্টার ট্রায়ালের প্রাথমিক ফলাফল উপস্থাপন করার মধ্য দিয়ে ফাইজারের টিকার তৃতীয় ডোজের একটি ‘অনুকূল নিরাপত্তা ধারণা চিত্র’ পাওয়া গেল।
ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বউরলা বলেন, ‘এ ফলাফল বুস্টার ডোজ গ্রহণের সুবিধার আরও প্রমাণ (দিল) এবং এ ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে —ভাইরাসের বিরুদ্ধে মানুষের ভালো সুরক্ষা ব্যবস্থা ধরে রাখা।’
বিবৃতিতে ফাইজার-বায়োএনটেক আরও জানায়, ক্লিনিক্যাল পরীক্ষার প্রাথমিক ফলাফল ‘যত দ্রুত সম্ভব’ নিয়ন্ত্রক সংস্থাগুলোকে পাঠানো হবে।
টিকা গ্রহণ করা মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ গ্রহণের অনুমোদন দিয়েছে।