ক্যানসার রোগী সেজে নারীর অর্থ সংগ্রহ, পুলিশকে জানালেন স্বামী
মাথার চুল কেটে ছবি তুলে অনলাইনে সর্বসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের ওয়েবসাইট ‘গোফান্ডমি’ ও ফেসবুকে পোস্ট করে কোলন ক্যানসারের কথা বলে ১৩ হাজার ২৮৮ মার্কিন ডলার সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এক নারী। ওই নারীর স্বামী পুলিশকে জানিয়ে দেন, স্ত্রীর ক্যানসারের দাবিটি ভুয়া। পরে জেসিকা অ্যান স্মিথ নামের ৩১ বছর বয়সী ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বছরের জুনে ফেসবুক পোস্টে ও গোফান্ডমি সাইটে অর্থ সংগ্রহের আবেদন শেয়ার করেন জেসিকা। সেখানে তিনি কিছু ভুয়া কাগজপত্র দিয়ে লেখেন,তাঁর কোলন ক্যানসার হয়েছে। প্রচুর মেডিকেল বিল গুনতে হচ্ছে তাঁকে।
এবিসি নিউজের খবরে বলা হয়, সাধারণ মানুষজনের পক্ষ থেকে মোট ১৩ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ২৬ হাজার ৩২৬ টাকা পান জেসিকা।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা সার্জেন্ট স্টিভেন বেনসন জানান, জেসিকা স্মিথ সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি জানান, জেসিকার স্বামী স্মিথ রবার্ট প্রথমে ভুয়া ক্যানসারের কথা বলে তাঁর স্ত্রী অর্থ সংগ্রহ করছেন বলে পুলিশকে জানান।
রবার্ট জানান, কয়েকদিন আগে তিনি তাঁর স্ত্রীকে একবার ফোনে নার্স হিসেবে অফিসে কথা বলতে দেখেন। পরে অন্যবার কথোপকথনের সময় জেসিকা নিজেকে চরম অসুস্থ হিসেবে উপস্থাপন করেন। বর্তমানে তিনি কোলন ক্যানসারে আক্রান্ত এবং এর চিকিৎসায় তাঁকে অনেক ধকল পোহাতে হচ্ছে বলেও দাবি করেন জেসিকা।
পুলিশ ওই নারীর অফিসে যোগাযোগ করলে অফিস জানায়, এর আগেও জেসিকা বাবার শেষকৃত্যে অংশ নেওয়ার কথা বলে ছুটি নেন। অথচ জেসিকার বাবা এখনো দিব্যি বেঁচে আছেন।
তবে ফেসবুক ও গোফান্ডমি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ১৬১ জন দাতা অর্থ দিয়েছিলেন। সবাইকে তাঁদের অর্থ ফিরিয়ে দেওয়া হবে।