ক্যালিফোর্নিয়ায় পার্টিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেনসো শহরে এক পার্টিতে হামলা চালিয়েছে এক অজ্ঞাতপরিচয় বন্দুকধারী। এলোপাতাড়ি গুলি চালিয়ে ওই হামলাকারী অন্তত চারজনকে হত্যা করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। হামলায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্রেনসো সিটি পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে স্থানীয় একটি বাড়ির পেছনের অংশে পার্টি চলছিল। ওই পার্টিতে পরিবারের লোকজন ও বন্ধুবান্ধব নিমন্ত্রিত ছিলেন। তাঁরা সবাই মিলে একটি ফুটবল ম্যাচ দেখছিলেন। সে সময় আচমকা এক ব্যক্তি সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একাধিক রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে বলে জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর খোঁজ চলছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি হামলার কারণও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।