ক্যালিফোর্নিয়ায় স্কুলে বন্দুক হামলা, ২ শিক্ষার্থী নিহত
ক্যালিফোর্নিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে অস্ত্রধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া গুলিতে আহত হয়েছে আরো তিনজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটের দিকে লস অ্যাঞ্জেলেস শহরের উত্তরে সান্তা ক্লারিতার সাউগাস হাই স্কুলের দিনের কার্যক্রম শুরুর কিছু সময় আগে এ হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
হামলাকারী সন্দেহে ১৬ বছরের এক কিশোরকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ।
এদিকে, হামলা হওয়ার দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায় দাবি করে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ অ্যালেক্স ভিলঅনুয়েভা বলেন, ‘(হামলার) কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের কাছে (জরুরি নম্বর থেকে) একাধিক ফোন আসে।’
লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। আহতের তৎক্ষণাৎ স্থানীয় একাধিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। পরে আহতদের মধ্যে একজনকে সন্দেহভাজন হামলাকারী বলে চিহ্নিত করে পুলিশ।
পুলিশ জানায়, আহতদের মধ্যে ১৬ বছরের এক কিশোরী ও ১৪ বছরের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত অন্য শিক্ষার্থীদের দুজন ১৫ ও ১৪ বছরের দুই কিশোরী ও অন্যজন ১৪ বছরের কিশোর।
মার্কিন গণমাধ্যমগুলো জানাচ্ছে, সন্দেহভাজন হামলাকারী কিশোরের নাম নাথানিয়েল বারহাউ। অস্ত্র বিশেষজ্ঞ ক্যাপ্টেন কেন্ট ওয়েজেনার বলেন, ‘সন্দেহভাজন ১৬ বছরের কিশোরের আজ (স্থানীয় সময় বৃহস্পতিবার) জন্মদিন ছিল।’
সিসিটিভির ফুটেজে দেখা যায়, অভিযুক্ত কিশোর তাঁর পিঠে বহনকারী ব্যাগ থেকে একটি বন্দুক বের করে পাঁচ শিক্ষার্থীকে গুলি করে। এর পর নিজের ওপর গুলি চালায় ওই কিশোর। যে বন্দুক দিয়ে ওই হামলাকারী গুলি চালায়, সেটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ক্যাপ্টেন কেন্ট ওয়েজেনার জানান, অস্ত্রটি এ পয়েন্ট ফোর ফাইভ (.৪৫) ক্যালিবারের একটি আধা-স্বয়ংক্রিয় পিস্তল।
অভিযুক্ত কিশোরের বাড়ির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকে প্রমাণ সংগ্রহের জন্য তল্লাশি করা হবে বলে পুলিশ জানায়।