খারকিভে ইউক্রেন সেনাদের প্রতিরোধে পিছু হটেছে রাশিয়া : বিবিসি
ইউক্রেনের খারকিভে ৭০ দিন ধরে রুশ সেনারা গোলাবর্ষণ ও হামলা চালিয়ে যাচ্ছে। তবে, এ পরিস্থিতি প্রায় শেষ হতে চলেছে। খবর বিবিসির।
বিবিসির খবরে বলা হয়েছে—ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ থেকে রুশ বাহিনীর ওপর পালটা আক্রমণ চালিয়ে পিছু হটতে বাধ্য করেছে ইউক্রেন বাহিনী। রুশ বাহিনীকে তারা এত দূরে ঠেলে দিয়েছে যে, সেখান থেকে গোলাবর্ষণ করে খারকিভে পৌঁছাতে পারছে না রুশ বাহিনী।
এদিকে, গতকাল সর্বশেষ পাইটোমনিক গ্রামকে ইউক্রেনীয় সামরিক বাহিনী রুশ বাহিনীমুক্ত ঘোষণা করেছে।
তবে, কিয়েভের মতো রাশিয়ার বাহিনী খারকিভ থেকে পুরোপুরি সরে যায়নি।
ধারণা করা হচ্ছে—পুনরায় শক্তি সঞ্চয়ের কৌশল হিসেবে রাশিয়ার বাহিনীর ব্যাটালিয়ন গ্রুপ একত্রিত হচ্ছে।