খোঁজ মিলছে না চীনা ধনকুবের বাওয়ের
চীনের অন্যতম ধনকুবের ব্যাংকার বাও ফানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার প্রতিষ্ঠান। নিখোঁজ বাও রেনেসাঁ হোল্ডিংসের প্রধান নির্বাহী। গতকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাজারের তথ্য হালনাগাদের সময় বাওয়ের কোম্পানি এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
বাও চীনের একজন শীর্ষস্থানীয় শেয়ারবাজারের ব্রোকার। তার সেবাগ্রহীতার মধ্যে শীর্ষ প্রযুক্তি কোম্পানি দিদি এবং মেইতুয়ানের মতো কোম্পানিগুলো রয়েছে। বাওয়ের নিখোঁজ হওয়ার খবরটি আর্থিক ও প্রযুক্তিখাতের ব্যক্তিদের ওপর বেইজিংয়ের দমনপীড়নের সম্ভাব্য বিষয়টি ফের সামনে নিয়ে এসেছে।
এদিকে, শুক্রবার রেনেসাঁ হোল্ডিংসয়ের শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে। বাওয়ের নিখোঁজের পরেই এমনটি হয়েছে।
রেনেসাঁ হোল্ডিংস বলছে, বাওয়ের কোনো তথ্য আমাদের কাছে নেই। এমনকি তিনি ব্যবসায়িক বা প্রতিষ্ঠানের কোনো কাজে ব্যস্ত আছেন এমন তথ্যও নেই।
বিষয়টি নিয়ে চীনা প্রতিষ্ঠানটিকে আরও জিজ্ঞাসা করা হলে তারা এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তারা বাজারের হালনাগাদের তথ্যটি দেখতে পরামর্শ দিয়েছে।
বাও কতদিন ধরে নিখোঁজ রয়েছেন এ নিয়ে কোনো তথ্য জানায়নি তার প্রতিষ্ঠান। তবে, চীনের একটি সংবাদ মাধ্যম দাবি করছে, রেনেসাঁ হোল্ডিংসয়ের কর্মকর্তারা দুদিন ধরে বাওয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
চীনা ধনকুবেরদের নিখোঁজ হওয়া নতুন নয়। জ্যাক মা থেকে শুরু করে রেনেসাঁ হোল্ডিংসয়ের সাবেক প্রেসিডেন্ট কং লিন নিখোঁজ হয়েছিলেন। লিনকে গত সেপ্টেম্বরে প্রশাসনের লোকেরা তুলে নিয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত তার কোনো হদিস মেলেনি।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে, সর্বশেষ কয়েক বছরের মধ্যে আধা ডজন চীনা ধনকুবের নিখোঁজ হয়েছিলেন। তবে, পরে তাদের খোঁজ মেলে।
বেশ কয়েকটি ক্ষেত্রে ধনকুবেরদের দুর্নীতি, কর ফাঁকি বা অসদাচরণ সংক্রান্ত তদন্তের ফাঁদে ফেলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।