গাজায় ইসরায়েলি বোমা হামলা, নিহত বেড়ে ৩১
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুদিনের ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ইসলামিক জিহাদের দুজন কমান্ডার রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
নিহত ৩১ জনের মধ্যে ছয়টি শিশু এবং ইসলামিক জিহাদের দুই কমান্ডার খালেদ মানসুর ও তাইসির জাবারি রয়েছেন। আজ শনিবার নিহত খালেদ মানসুরসহ অন্যদের জানাজায় ফিলিস্তিনিদের ঢল নামে। ইসরায়েলি হামলায় নিহতদের মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা।
গত শুক্রবার থেকে শুরু করে এই দুদিনে ফিলিস্তিন থেকে প্রায় ৬০০ রকেট ছোঁড়া হয়েছে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে।
২০২১ সালের মে মাসে ইসরায়েলের ১১ দিনের টানা হামলার পর গত শুক্রবার আবার বিমান হামলা চালু করে ইসরায়েল। গত বছরের হামলায় দুই শতাধিক ফিলিস্তিনি নিহত হয়।