গাড়িতে গুলি, এই কি ইমরানের নয়া পাকিস্তান, টুইটে প্রশ্ন রেহাম খানের
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খানের গাড়িতে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে এক ঘনিষ্ঠ স্বজনের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে বলে টুইট করে জানিয়েছেন তিনি।
রেহাম খান জানান, অস্ত্রের মুখে তাঁর গাড়ি দাড় করিয়ে গুলি চালায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
ঘটনার পরপরই রোববার দিবাগত রাত আড়াইটার দিকে টুইটে রেহাম খান লেখেন, ‘...বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আমার গাড়িতে গুলি চালানো হয়েছে। বাইকে চেপে দুই দুর্বৃত্ত এসে অস্ত্রের মুখে গাড়ি থামায়। আমি এর একটু আগে অন্য গাড়িতে উঠে পড়েছিলাম। গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক ছিলেন।’
এ ঘটনায় সাবেক স্বামী তথা পাকিস্তানের প্রধানমন্ত্রীর ওপর ক্ষোভ ঝেড়েছেন রেহাম খান। তিনি লিখেছেন, ‘এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান! কাপুরুষ, গুণ্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত!’
সাংবাদিক ও সাবেক টিভি সঞ্চালক রেহাম খান ২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন। ২০১৫ সালে ৩০ অক্টোবর তাঁদের বিচ্ছেদ হয়।