গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল
স্পষ্ট কোনো কারণ না দেখিয়েই গতকাল শনিবার হঠাৎ করে পদত্যাগ করেন ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। পরদিন রোববার তাঁর জায়গায় রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজেপির সিনিয়র নেতা ভূপেন্দ্র প্যাটেল।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিজেপির কেন্দ্রীয় নেতাদের বৈঠকের পরই তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থী হিসেবে তিনি প্রাথমিক তালিকায় ছিলেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহর পছন্দের কারণেই তিনি এ পদে দায়িত্ব পেয়েছেন। খবর এনডিটিভির।
শনিবার (১১ সেপ্টেম্বর) হঠাৎ করেই গুজরাটে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন বিজয় রুপানি। আগামী ২০২২ সালের শেষ দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার প্রায় এক বছর আগেই পদত্যাগ করলেন রাজ্য মুখ্যমন্ত্রী। রাজ্যটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এলাকা এবং ক্ষমতাসীন বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
৫৯ বছর বয়সী ভূপেন্দ্র প্যাটেল ২০১৭ সালে গুজরাটের ঘাটলোদিয়া আসন থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন। তিনি রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ও উত্তর প্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেলের ঘনিষ্ঠ বলে পরিচিত।