গ্রিসে সৌদি যুবরাজ, স্বাক্ষর হবে একাধিক চুক্তি
তুরস্কের পর এবার গ্রিস সফরে গেলেন সৌদি আরবের যুবরাজ (ক্রাইন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান। ইউরোপ সফরের অংশ হিসেবে মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার গ্রিস পৌঁছান। পরে যাবেন ফ্রান্সে তিনি।
২০১৮ সালে সৌদির সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর এই প্রথম ইউরোপ সফর করছেন মোহাম্মদ বিন সালমান। খবর আল-জাজিরার।
রাষ্ট্রীয় এ সফরে গ্রিসে গিয়ে রাজধানী অ্যাথেন্সে দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের সঙ্গে বৈঠক করেন সৌদির যুবরাজ।
এ সময় মোহাম্মদ বিন সালমান বলেন, ‘গ্রিসে এসে আমি খুবই আনন্দিত। উষ্ণ অভ্যর্থনার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’
সৌদি যুবরাজের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় দেশের নেতা অনার গার্ড পরিদর্শন করেন।
এ সময় দুদেশের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বিনিয়োগ, বিজ্ঞান, প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সামরিক ও অর্থনীতি-সংক্রান্ত সহযোগিতার স্মারকও স্বাক্ষরিত হবে।
গ্রিস সফর শেষে মোহাম্মদ বিন সালমানের ফ্রান্সে যাওয়ার কথা। সৌদি যুবরাজের ফ্রান্স সফরে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।
সৌদির যুবরাজের কট্টর সমালোচক খাসোগিকে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয়।
গোপন মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, খাসোগিকে হত্যার অভিযানে অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ। এ হত্যার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব চাপের মধ্যে পড়েন সৌদি যুবরাজ।