চতুর্দশ দফার ভোটেও স্পিকার হতে ব্যর্থ ম্যাকার্থি
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে চতুর্দশ দফার ভোটেও স্পিকার হতে পারলেন না রিপাবলিকান সদস্য কেভিন ম্যাকার্থি। নির্বাচনে ছয়জন বিদ্রোহী সদস্যের মধ্যে চারজন বিকল্প প্রার্থীর পক্ষে ভোট দেন, আর দুজন কেবল ‘উপস্থিত’ রয়েছেন জানিয়ে ভোটের সুইচ বোতামে চাপ দেন।
এদিকে, সর্বশেষ ভোটাভুটির পর হাউস ফ্লোরে কেভিন ম্যাকার্থির সঙ্গে তার ডেপুটি চিফ অব স্টাফ ও বিদ্রোহী সদস্য ম্যাট গায়েটজের তীব্র বাদানুবাদ হয়।
ত্রয়োদশ রাউন্ড ভোটাভুটিতে পরাজিত হওয়ার পর ম্যাকার্থি বলেছিলেন যে স্পিকার নির্বাচিত হতে প্রতিনিধি পরিষদে তার পক্ষে প্রয়োজনীয় সংখ্যক ভোট রয়েছে।
এই অচলাবস্থার কারণে হাউসের কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম যেমন নতুন কমিটি গঠন ও নতুন সদস্যদের শপথ নেওয়ার মতো বিষয়গুলো আটকে থাকবে। স্পিকার হাউসের কার্যসূচি নির্ধারণ করেন এবং আইনি কার্যক্রমগুলো চালিয়ে যান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পর স্পিকারের পদটি দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচনা করা হয়।