চিকিৎসায় নোবেল পেলেন সুইডেনের সোয়ান্তে প্যাবো
চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের সোয়ান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানব বিবর্তনবিষয়ক গবেষণার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি চিকিৎসা বিজ্ঞানে সোয়ান্তে প্যাবোর নাম ঘোষণা করে। নোবেল কমিটির ওয়েবসাইটেও এই তথ্য প্রকাশ করা হয়েছে। ১০ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের মোট ছয়টি শাখায় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা।
এক টুইটে নোবেল কমিটি বলেছে, ২০২২ সালে চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন সুইডেনের জিনবিজ্ঞানী সোয়ান্তে প্যাবো। বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানব বিবর্তনবিষয়ক গবেষণার জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে প্যাবোকে।
মঙ্গলবার ঘোষণা করা হবে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম। পরের দিন ঘোষণা করে হবে রসায়নে নোবেল বিজয়ীর নাম।
৬ অক্টোবর সাহিত্যে ও ৭ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর আগামী সোমবার শেষ দিন ঘোষণা করা হবে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।