চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
চিলির তারাপাকা প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় শনিবার (২৫ মার্চ) আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে পাঁচ দশমিক পাঁচ। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
ইএমএসসি বলছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৫৫ কিলোমিটার (৯৬.৩১ মাইল)। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
দক্ষিণ আমেরিকার দেশ চিলির অবস্থান প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। গত দুই দশকে চিলিতে সাত বা তার চেয়ে বেশি মাত্রার ১৫টি ভূমিকম্প আঘাত হেনেছে।