‘চীনকেই প্রমাণ করতে হবে, সে তাইওয়ানে অস্থিতিশীলতার এজেন্ট নয়’
চীন যে তাইওয়ানে অস্থিতিশীলতার এজেন্ট নয়, তা বিশ্ববাসীর কাছে চীনকেই প্রমাণ করতে হবে। চীনে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকোলাস বার্নস এ কথা বলেছেন। টাইমস অব ইন্ডিয়া এমনটি জানায়।
নিকোলাস বার্নস বলেন, ‘আমার মনে হয়, বিশ্ববাসী এ বিষয়ে চরমভাবে উদ্বিগ্ন যে, চীন দিনকে দিন তাইওয়ান প্রণালীতে অস্থিতিশীলতার এজেন্টে পরিণত হয়েছে। যদিও এটি উভয়পক্ষের (যুক্তরাষ্ট্র-চীন) জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়।’
যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির সাম্প্রতিক তাইওয়ান সফর প্রসঙ্গে নিকোলাস বার্নস বলেন, ‘আমরা বিশ্বাস করি না, পেলোসির এ সফর যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারে। এটি ছিল শান্তিপূর্ণ সফর। এ উপলক্ষে সৃষ্ট সংকট বেইজিং সরকারের তৈরি।’
চীনে দায়িত্ব নেওয়ার আগে ন্যাটোয় মার্কিন দূত হিসেবে নিযুক্ত ছিলেন নিকোলাস বার্নস। গত মার্চে বেইজিংয়ে নিযুক্ত হওয়ার পর এই প্রথম কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।