চীনা কর্মীর বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ
কম্পিউটার চিপ তৈরিতে খ্যাতি রয়েছে নেদারল্যান্ডস ভিত্তিক প্রতিষ্ঠান এএসএমএল হোল্ডিংয়ের। ইউরোপের অন্যতম সেমিকন্ডাক্টর ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার কোম্পানি এটি। তাদের একটি কারখানা রয়েছে চীনে। এবার সেই কোম্পানিটিতে কাজ করা সাবেক এক চীনা নাগরিকের বিরুদ্ধে প্রযুক্তিগত তথ্য চুরির অভিযোগ এনেছে কোম্পানিটি। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এএসএমএল বলছে, তাদের প্রযুক্তিগত তথ্য চুরি করেছে চীনের কারখানার সাবেক এক কর্মী। বিষয়টি নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকেও জানিয়েছে তারা।
ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, মাইক্রোচিপের বৈশ্বিক সরবরাহে মুখ্য ভূমিকা রাখে এএসএমএল। উন্নত মানের চিপ তৈরিতে তারা সারাবিশ্বে সমাদৃত। সামরিক সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন, প্রতিটি জায়গায় এসএমএলের চিপ ব্যবহৃত হয়।
নিজেদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এএসএমএল জানায়, আমাদের মালিকানা প্রযুক্তির অপপ্রয়োগের অস্তিত্ব পেয়েছি। এমনটা করেছে আমাদের সাবেক এক কর্মী, যে কিনা চীনের নাগরিক।
নিরপত্তা সংশ্লিষ্ট ইস্যুটির জন্য আমাদের রপ্তানি কিছুটা বিলম্ব হতে পারে। তবে, ইতোমধ্যে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি।
তথ্য চুরির পরেও সাবেক কর্মীর নাম প্রকাশ করেনি এএসএমএল। এমনকি কোথাকার রপ্তানি বিলম্ব হতে পারে তা নিয়েও কিছু জানায়নি তারা। এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস।
চীনাদের হাতে এএসএমএলের প্রযুক্তিগত তথ্য চুরি বিষয়টি নতুন নয়। এর আগেও কোম্পানিটির তথ্য চুরি করেছিল এক চীনা প্রতিষ্ঠান, সেটি ২০২১ সালের বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানায়। তবে, বিষয়টি অস্বীকার করেছিল ওই চীনা প্রতিষ্ঠানটি।
চিপ ইস্যুতে দীর্ঘদিন ধরে বিবাদ রয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। গত অক্টোবরে চীনা চিপের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করে ওয়াশিংটন।