চীনের জেলায় বেশি সন্তান জন্ম দিলে দিগুণ শিশুভাতা!
বেশি বেশি সন্তান নেওয়ার জন্য বিশেষ ভাতা চালুর পরিকল্পনা করেছে চীনের একটি জেলা কর্তৃপক্ষ। দুই সন্তান থাকা পরিবারের শিশুরা তিন বছর পর্যন্ত মাসে ৫০০ ইউয়ান করে পাবে, আর তিন সন্তানের পরিবারের শিশুরা পাবে মাসে এক হাজার ইউয়ান। ঝেজিয়াং প্রদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যনগরী ওয়েনঝৌ’র লংওয়ান জেলায় এমন ঘোষণা দেওয়া হয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।
১৪১ কোটি মানুষের দেশ হলেও চীনে সম্প্রতি বয়স্ক মানুষের সংখ্যা বেশি। জনসংখ্যা বৃদ্ধির ধীরগতির কারণে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছে চীন সরকার। এজন্য সন্তান জন্মের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে লংওয়ান জেলার এ পরিকল্পনা চীনা কর্তৃপক্ষের সবশেষ পদক্ষেপ।
চীনের মায়েরা ২০২১ সালে এক কোটি ছয় লাখ ২০ হাজার সন্তান জন্ম দিয়েছিলেন। এ সংখ্যা আগের বছরের চেয়ে সাড়ে ১১ শতাংশ কম।
গত বছর চীনের জনসংখ্যা মাত্র চার লাখ ৮০ হাজার বেড়ে ১৪১ কোটি ২৬ লাখে দাঁড়ায়। অথচ ২০২০ সালে দেশটিতে ২০ লাখ চার হাজার মানুষ বেড়েছিল।
সন্তান জন্মদানে উৎসাহ দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বেইজিং। গত বছর বছর দম্পতিদের তিনটি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয় চীনে। তবে জনসংখ্যাবিদেরা বলছেন, সংকট থেকে উত্তরণে চীনে সন্তান জন্মদান ও তার শিক্ষার খরচ কমানো এবং সন্তান নেওয়ার ফলে বাবা-মায়ের কর্মজীবনে যে প্রভাব পড়ে সেসব জায়গায় শিথিলতা আনতে কাজ করতে হবে।