চীনে করোনায় আক্রান্তদের ধাতব বাক্সে কোয়ারেন্টিন! (ভিডিওসহ)
কোভিড সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে নিভৃতবাস, বিচ্ছিন্নবাস, লকডাউন—সব পথেই হেঁটেছে চীন। এবার সংক্রমণ মোকাবিলায় করোনায় আক্রান্তদের ধাতব বাক্সে রাখা শুরু করেছে চীন সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার।
দ্য ডেইলি মেইলের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী মাসে শীতকালীন অলিম্পিকের আসর বসবে চীনের বেইজিংয়ে। এ ছাড়া আগামী মাসেই চান্দ্র নববর্ষ উদ্যাপন করবে দেশটি। এর আগেই করোনার সংক্রমণ একেবারে নির্মূল করতে চায় চীন সরকার।
আনন্দবাজার জানিয়েছে, কোভিডের সংক্রমণ রুখতে বিধিনিষেধে বেশ কিছু পরিবর্তন এনেছে চীন সরকার। ধাতব বাক্সে নিভৃতবাস সে পরিবর্তনে নতুন সংযোজন। কোভিডে সংক্রমিত ব্যক্তিদের বা তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ধাতব বাক্সের মতো ঘরে রাখা হচ্ছে। এসব বাক্স ছোট ঘরের মতো। এখানে রয়েছে একটি কাঠের বিছানা ও শৌচাগার।
সংবাদ সংস্থা সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, মধ্য চীনের শাংচি প্রদেশের জিআন শহরে খোলা হয়েছে এ নিভৃতবাস ক্যাম্প। আর ডেইলি মেইল জানিয়েছে, এসব ক্যাম্পের ধাতব ঘরে শিশু থেকে শুরু করে বয়স্ক ও গর্ভবতী নারীদেরও অন্তত দুই সপ্তাহের জন্য জোর করে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।